নলছিটিতে আগুনে পুড়ে তিনটি বসত ঘর ছাই ॥ ২৫ লাখ টাকার ক্ষতি

দেশ জনপদ ডেস্ক | ২১:৩৮, ডিসেম্বর ০৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিক্ষকের তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার আমিরাবাদ গ্রামে গত শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মুনসুর হোসেন হাওলাদার (মৃত), আবদুস সত্তার আবু হাওলাদার (অবসরপ্রাপ্ত) ও টিপু হাওলাদারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। জানাগেছে, ওই দিন গত শনিবার রাত সোয়া ১২ টার দিকে মৃত মুনসুর হাওলাদারের (বর্তমানে ছেলে মেয়েরা থাকেন) বসত ঘর থেকে অগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা পাশর্^বর্তী আবদুস সত্তার হাওলাদার ও টিপু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী ও খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মোঃ আবদুস সত্তারের ছেলে মাহবুব হোসেন জানান, তার চাচা মৃত মোঃ মুনসুর হাওলাদারের বসত ঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। আগুনে তিনটি বসত ঘর, নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সব মালামাল পুড়ে যায়। এতে তাদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বলে দাবি করেন তিনি। মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনমুল হক শাহিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ২৫-৩০ টাকার টাকার ক্ষতি হয়েছে।