নিজস্ব প্রতিবেদক।। ৪৫ বছরের পুরাতন বরিশালের উজিরপুরের চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের (গির্জা বাড়ী) উপর হামলা, ভাঙচুর ও চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চার্চের প্রতিষ্ঠাতার ভাইয়ের ছেলে দ্বিজেন সমদ্দার ৭ জনকে আসামী করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক এসএম মাহফুজ আলম দীর্ঘ শুনানির পর ৭ জানুয়ারীর মধ্যে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বাংলাদেশ খ্রীষ্ট্রান এসোশিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভকে নির্দেশ প্রদান করেছে।
জানা গেছে, স্বর্গীয় হৃদয় রঞ্জন সমদ্দার ১৯৭৪ সালে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামে এ অঞ্চলের ধর্ম প্রচারকদের জন্য ‘অল-ওয়ান-ইন-ক্রাইস্টচার্চ ফেলোশিপ’ চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচারে এই চার্চের নিবাসীরা কাজ করে আসছেন। কিন্তু হৃদয় রঞ্জন সমদ্দার মারা যাওয়ার পর থেকে তাদের নিজেদের মধ্যে ধর্ম ডকটিনের বিষয়ে মত পার্থক্য শুরু হয়। সর্বশেষ মামলা সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর বিকেলে মামলার আসামী হ্যানসন দানিয়েল হাঁসদা, ফিলিপ বিশ্বাস, রাজু পাড়ৈ, তিমন বিশ^াস, অপর্ণ বৈরাগী, জনাতন পাড়ৈ, প্রেম সরকার বাদী দ্বিজেন সমদ্দার ও স্বাক্ষিদেরকে গির্জাঘরে প্রবেশে বাঁধা দেয়। এসময় তারা দুইটি ঘরের তালা ভেঙে মালামাল লুটপাট ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ৩০ নভেম্বর মামলা দায়ের করলে বাংলাদেশ খ্রীষ্ট্রান এসোশিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে আদালত।স্থানীয় সূত্রে জানা যায় ইতিপূর্বে ও চার্চের দুই গ্রুপের মধ্যে একাধিক বার বিবাদ দেখা দেয় যা নিয়ে বরিশাল জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের কয়েকদফা বৈঠক করলেও শেষ পর্যন্ত সুরাহা করা সম্ভব হয়নি। এবারের এই হামলা ও মামলার বিষয়টি নিয়ে তাদের সম্প্রদায়ের নেতাদের মামলার তদন্ত দ্বায়িত্ব দেয়ায় ইতিবাচক ফালাফল আসতে পারে এমনটাই ধারনা করছেন স্থানীয় খৃস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। এ ব্যাপারে নিয়োগ প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এলবার্ট রিপন বল্লভ জানান, ‘বিজ্ঞ আদালত আমাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। অদ্য রোববার আমি আদালতের আদেশ হাতে পেয়েছি।আদালতের নির্দেশনা মোতাবেক তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।