বেতাগীতে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫১, ডিসেম্বর ০৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগীতে ৭ম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রাতে (৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে, দ্বিতীয় টাউন ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা মোসাঃ রুমা আক্তারের মেয়ে ইশরাত জাহান নেহা (১৪) নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যায় করেছে। ইশরাত জাহান নেহা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অটো পাশ করেছে। স্থানীয়রা জানিয়েছে, ঐ বাসায় মা ও মেয়ে দু’জন ই থাকত। আজ রবিবার খুব সকালে প্রতিবেশীদের ঘুম ভেঙেছে মা মোসাঃ রুমা আক্তারের কান্না, ডাক চিৎকারে। মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। তবে প্রতিবেশীরা অনেকে প্রেমের কোন ঘটনা হতে পারে এমনটাই ধারণা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বেতাগী থানা পুলিশ উদ্ধার করেছে।