বরিশালে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৯, ডিসেম্বর ০৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বান্দররোডস্থ প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমেনা বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, সকালে রূপাতলী থেকে দু’জন যাত্রী নিয়ে লঞ্চঘাট যাচ্ছিল একটি অটোরিকশা। পথে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সংস্কারাধীন সড়ক অতিক্রমকালে রূপাতলী থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আমেনা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।