রাজাপুরে আলোক বর্তিকার মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক ॥ মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (১২০৪৮) উদ্যোগে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে “আলোক বর্তিকা” নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাধারন সম্পাদক ভাইস ও চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর শাখার প্রথম প্রকাশনা “আলোক বর্তিকা” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দ।