পিরোজপুরে জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৮, নভেম্বর ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবলীগ। আজ সোমবার দুপুর ১২ টায় শহরের টাউনক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী,কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকসহ আরো অনেকে। বক্তারা বলেন, একাত্তরের প্রেতাত্মা জামায়াত,শিবির আবারও দেশে সন্ত্রাস করতে চায়। ওরা ভাস্কর্য নিয়ে কথা বলে। জাতির পিতাতে নিয়ে প্রশ্ন তুলে । যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। একাত্তরের ঘাতক, তারা পরাজিত শক্তি। তাদের প্রতিহতো করবে যুবলীগ।