পিরোজপুরে বঙ্গবন্ধু’র ভাস্কর্য নির্মাণের বিরোধিতার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

কামরুন নাহার | ২০:৫০, নভেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র-মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কতৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সমুন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রায়হান সহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতারা। এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য শ্রদ্ধার প্রতীক, মূর্তি পূজার প্রতীক। যে সকল মহান মানুষরা তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের শ্রদ্ধার প্রতীক হিসেবে ভাস্কর্য নির্মাণ করা হবে। কিছু মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী মিলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তা আমরা তাদের প্রতিহত করব।