চরমোনাই মাহফিল উপলক্ষে বরিশালের বেলতলা খেয়াঘাটে অসহনীয় ভাড়া বৃদ্ধি

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৮, নভেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল এলেই যেন চাদাবাজির মিলনায়তনে রূপ নেয় নগরীর ৫নং ওয়ার্ডের বেলতলা খেয়াঘাট। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য যাত্রীদের হয়রানির পাশাপাশি অতিরিক্ত যাত্রী নিয়েও খেয়া পার হওয়ার অভিযোগের শেষ নেই। ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল প্রাঙ্গণে যাতায়াতের অন্যতম পথ হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে বেলতলা খেয়াঘাটকে। তিনদিন ব্যাপি মাহফিলে আগত কয়েক লক্ষ যাত্রী ও হাজার হাজার মটর সাইকেল পারাপারে ৫-৬ গুন ভাড়া বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই ভুক্তভোগী যাত্রীদের। তবে ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও এ ব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এখানে অনিয়মই যেন নিয়ম। বরিশাল মহানগর আ’লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের নাম ভাঙ্গিয়ে মোখলেস নামক এক ব্যাক্তি এই অতিরিক্ত টাকা আদায় করছে বলে জানিয়েছেন পারাপার রত যাত্রীরা। প্রত্যেক যাত্রীর থেকে ৫-৬ গুন বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী জানিয়েছেন, “চরমোনাই মাহফিল বাংলাদেশের মুসলমানদের একটি অন্যতম ঐতিহ্য। এই মাহফিলকে পুঁজি করে দুর-দুরন্ত থেকে আগত যাত্রীদেরকে এভাবে হয়রানি করছে কিছু অসাধু চক্র। বিচার চাওয়ার মত এখানে কেউ নেই। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দরকার”। কেউ কেউ এই বাড়তি ভাড়াকে সরাসরি চাঁদাবাজি বলে দাবি করছেন। তিনদিন ব্যাপি মাহফিলে আগত কয়েক লক্ষ যাত্রী ও হাজার হাজার মটর সাইকেল পারাপারের অন্যতম এই স্থানটি এখন যেন চাদাবাজির বানিজ্যে মুখরিত। এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কেফায়েত হোসেন রনিকে একাধিক বার ফোন করলেও রিসিব হয়নি। এদিকে একাধিক বার চেষ্টা করেও চাদাবাজ মোখলেসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ দেয়ার মত কেউ না থাকায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দরকার বলে দাবি করছেন ভুক্তভোগী যাত্রীরা।