জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বাংলার জনগন উপযুক্ত জবাব দিবে-এমপি শাওন

দেশ জনপদ ডেস্ক | ১৭:২১, নভেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না। এদেশের আটারো কোটি মানুষ ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিবে। ২৯ নভেম্বর দুপুরে ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিববর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোনকালে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। এসময় ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যান মিন্টু,উপজেলা শ্রমীকলীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীব,যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।