আগৈলঝাড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে (১৬) একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাব্বির মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন একই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে সাব্বির। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে সাব্বির গ্রেফতার করা হয়েছে।