গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৩, নভেম্বর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্নেহলতা হালদার (১৫) নামে এক কিশোরী। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বাল্যবিয়ের খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান প্যাদাকে নিয়ে কনের বাড়ি বার্থী গ্রামে হাজির হন ইউএনও। এ সময় কনের বাড়িতে আসা অতিথিরা পালিয়ে যান। পরে কিশোরীর বাবা নিরঞ্জন হালদার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।