অধ্যাপক স্বামীর বিরুদ্ধে যুব উন্নয়ন কর্মকর্তা স্ত্রীর যৌতুক মামলা
দেশ জনপদ ডেস্ক|২১:৫১, নভেম্বর ২২ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুক দাবীতে স্ত্রীকে মারধর ও তালাকের হুমকী দেয়ায় স্বামী বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক নুর উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী উজিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান শুনানী শেষে নগরীর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলরকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণের আদেশ দেন।
মামলায় অভিযুক্ত অধ্যাপক নুর উদ্দিন টাঙ্গাইল জেলার মীর্জাপুর নয়াপাড়া গোড়াই এলাকার মৃত মহিউদ্দিন আহম্মদের ছেলে। আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২৮ জুলাই অধ্যাপক নুর উদ্দিন আহম্মেদের সাথে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দীনা খানের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই জন কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময় দীনা খানের অর্থে কেনা জমি ও ফ্লাট নুর উদ্দিন তার নিজ নামে লিখিয়ে নেয়। এছাড়া বিভিন্ন সময় নুর উদ্দিন তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। স্ত্রী যৌতুক দিতে অপারগতা জানালে নুর উদ্দিন তাকে মারধর করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়।
ঘটনার দিন গত ১৭ নভেম্বর রাতে দীনা খানের বাবার বাড়ীতে এক শালিশ বৈঠক বসে। ওই বৈঠকে অধ্যাপক নুর উদ্দিন তার স্ত্রী দীনা খানের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। দীনা খান টাকা দিতে অপারগতা জানালে নুর উদ্দিন তাকে তালাকের হুমকী দিয়ে বৈঠক থেকে চলে যান। এ ঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই আদেশ দেন।