পত্রিকায় সেচ্ছাসেবকদল কর্মীর নাম না দেয়ায় মুলাদীতে সাংবাদিকের উপর হামলা

দেশ জনপদ ডেস্ক | ২১:৫০, নভেম্বর ২২ ২০২০ মিনিট

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের এক কর্মীর নাম পত্রিকায় না আশায় সাংবাদিকের উপর হামলা চালিয়েছে মিরাজ মুন্সি ও তার তিন স্বশস্ত্র সহোধর। মুলাদী হাসপাতালে গুরুতর আহত সাংবাদিক নজরুল ইসলাম জানিয়েছেন, গতকাল রবিবার বিকাল ৩:৪৫ মিনিটে মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের মল্লিক বাড়ী মোর বাড়ীর সামনে দাড়িয়ে থাকা মুলাদী তৃণমূল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও তেরচর গ্রামের নুরুল ইসলাম সিকদারের পুত্র সাংবাদিক নজরুল ইসলামকে সেচ্ছাসেবকদল কর্মী মিরাজ মুন্সি পত্রিকায় তার নাম না আসার কারণ জানতে চেয়ে অকথ্য গালাগাল দিলে সাংবাদিক নজরুল ইসলাম প্রতিবাদ জানালে, মিরাজ মুন্সি ক্ষেপে গিয়ে তার তিন ভাই কাওসার মুন্সি, নেসার মুন্সি, মিজান মুন্সিসহ তার দলবলকে মোবাইল ফোনে ডেকে এনে সাংবাদিক নজরুলের উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এতে তার মাথা ফেটে রক্ত ক্ষরন হতে থাকে। স্থানীয়রা মিরাজ মুন্সি ক্যাডারদের হামলায় গুরুতর আহত সাংবাদিক নজরুল ইসলামকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার।