কলাপাড়ায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রণালয়ের সচিব

দেশ জনপদ ডেস্ক | ২১:২২, নভেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। রবিবার দুপুরে খেপুপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্রের চলমান গবেষণা ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এছাড়া ইনস্টিটিউট ও নদী উপকেন্দ্রের অভ্যন্তরে ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের নির্মাণাধীন তিন তালা ভবনও পরিদর্শন করেন সচিব। এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের (প্রেড-১) মহাপরিচালক ডা. মো. আব্দুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের (গ্রেড-১) কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয় মাহমুদ, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, খেপুপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।