উজিরপুরে তারেক জিয়ার ৫৬তম জন্মবার্ষিকী পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৭, নভেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক তারেক জিয়ার ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উজিরপুর পৌর ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার বিকেল ৪ টায় মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর ছাত্রদল নেতা আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা আসাদুজ্জামান লিংকন,বিনয় দাস,বরুন দাস, নুরুজ্জামান, মাহাতাব সিকদার,মোঃ ফারুক হোসেন,জিদান, উপজেলা ছাত্রদল নেতা মোঃ নাঈম হোসেন,আল ইমরান,ওসমান সিকদার, বাদন, পারভেজ খান,অকিব,বায়েজিদসহ একাধিক নেতাকর্মী। দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় এবং পরি-শেষে কেক কেটে দিবসটি পালন করেন নেতাকর্মীরা।