২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় ভোট

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৮, নভেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ রবিবার বিকালে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।