আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারী ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

দেশ জনপদ ডেস্ক | ১৭:২২, নভেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সরকারীভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ নভেম্বর রাতে পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সমস্ত মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল। সরকারী হিসেব মতে ওই অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছিল ৫০ লাখ ৫০হাজার টাকা। অগ্নিকাণ্ডের এক বছর পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারী অনুদানের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেলেন।