বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকী পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৬:০১, নভেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মো. ইউনুস খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বরিশাল ইসলামিয়া কলেজে মরহুম ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপি। পরে ইসলামিয়া কলেজের পক্ষে থেকেও ইউনুস খানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা ইউনুস খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। এসময় জেলা (দক্ষিন) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া, বাকেরগঞ্জ উপজেরা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি’র মনোনয়নে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ মো. ইউনুস খান। পরে ওই সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। ১৯৯৪ সালের এই দিনে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. ইউনুস খানের মৃত্যু হয়।