গৌরনদীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশ জনপদ ডেস্ক | ২২:৫০, নভেম্বর ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ এক হাজার ২শত টাকা। গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মধ্য হোসনাবাদ এলাকায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক ব্যবসায়ী বাপ্পী সরদার (২২)। তিনি গৌরনদীর মধ্য হোসনাবাদ এলাকার মোঃ সবুজ সরদারের ছেলে। র‌্যাব-৮ এর ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে তার নিজ বাসার সামনে থেকে আটক করা হয়।