বৃষ্টিতে আগৈলঝাড়ার বীজতলা ও শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিবেদক ॥ অগ্রহায়ণের শুরুতেই বরিশালের আগৈলঝাড়ায় আকস্মিক বৃষ্টিতে বীজতলা ও শীতকালীন শাক সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমে আগাম চাষাবাদের জন্য উপজেলার কৃষকেরা তাদের জমির আগাছা পরিষ্কারসহ জমিতে লাগানোর জন্য বীজ তলায় বীজ বপন করেছিলেন। গতকাল শনিবার সকালে আকস্মিক ঘণ্টাব্যাপী ভারী বর্ষণ ও সন্ধ্যায় অব্যাহত বর্ষণের ফলে তাদের সেই বীজতলা পানিতে তলিয়ে গেছে।
সেচ প্রয়োগের মাধ্যমে কিছু বীজতলা রক্ষা করতে পারলেও বেশীরভাগ বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পচে যাবার আশংকা করছেন চাষীরা। বীজতলা নষ্ট হওয়ায় চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবার পাশাপাশি তাদের আগাম বোরো চাষ দারুণভাবে ব্যাহত হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে চাষ করা শীতকালীন শাক সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের লাল শাক, পালং শাক, মুলা, কপির চারা মাটির সাথে মিশে গেছে বলে জানিয়েছেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল।
তিনি আরও বলেন, ক্ষতগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হবে।