গৌরনদীতে উন্মুক্ত সভায় ভিজিডি বাছাই
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দুই বছর মেয়াদী (২০২১-২২ চক্র) ভিজিডি সুবিধাভোগীদের উন্মুক্ত সভার মাধ্যমে বাছাই করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের সুবিধাভোগী বাছাই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাফর মৃধা, শাহাদাত হাওলাদার, কহিনুর বেগম, হাসনে হেনা বেগম ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ প্রমূখ।
মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, প্রতিটা ওয়ার্ডের ভিজিডির আবেদনকারীদের নিয়ে পৃথকভাবে উন্মুক্ত সভায় সুবিধাভোগী বাছাই করা হচ্ছে। যাতে সুবিধাভোগী বাছাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কেউ বাদ না পরে।