বরিশাল বিভাগের সেরা পুলিশ সুপার হায়াতুল ইসলাম ও ফাতিহা ইয়াসমিন

কামরুন নাহার | ২৩:৫১, জানুয়ারি ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রেঞ্জ পুলিশের ডিসেম্বর ও চতুর্থ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর কাশিপুর এলাকাধীন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিভাগের ছয় জেলার অপরাধ চিত্র নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, ইভটিজিং, বাল্য বিবাহ, খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, কিশোর অপরাধী, সন্ত্রাসী এবং মাদক নির্মূলের বিষয়ে আলোচনা হয়। এসময় ডিআইজি এসব অপরাধ প্রতিরোধ এবং নিয়ন্ত্রনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। পরে গত ডিসেম্বর মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান, ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন ডিআইজি।