বরিশালে কিশোরের আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৫, নভেম্বর ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে হতাশাগ্রস্ত এক কিশোর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কিশোরের নাম আকাশ সাহা সৌরভ (১৬)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার নিয়ামতি বন্দর এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আকাশ সাহা সৌরভ উপজেলার নিয়ামতি বন্দর এলাকার বাকপ্রতিবন্ধী শান্তি রঞ্জন শাহার একমাত্র ছেলে ও নিয়ামতি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার এসআই তরুন কুমার জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিল। আর দশটি ছেলের মত চলতে না পারায় হয়তো সে আত্মহত্যা করছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।