কারিগরি সমস্যায় বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বাংলাদেশ বিমান
কামরুন নাহার|২৩:৪৮, জানুয়ারি ১৯ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ কারিগরি ত্র“টির কারণে অচল হয়ে পড়েছে বাংলাদেশ বিমান বিজি এস-২ এজিআর ৪৭০ এর একটি ফ্লাইট। গতকাল রোববার দুপুরে বরিশাল বিমান বন্দরে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের আগ মুহর্তে এর একটি ইঞ্জিন চালু না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন বিমানের প্রায় ৭০ যাত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি সচল না হওয়ায় যাত্রীরা ফিরে গেছেন। বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথিন্দ্রনাথ চৌধুরী বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইট বন্দরে ল্যান্ড করে। ওই ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল ১২টা ১০ মিনিটে। কিন্তু উড্ডয়নের আগে বিমান চালুর সময়ে যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। স্থানীয়ভাবে সচল করার চেষ্টা করেও সম্ভব হয়নি। যে কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিমানটি ৭৬ আসন বিশিষ্ঠ, তবে যাত্রী কিছু কম ছিল। বিমানটি সচল করতে ঢাকা থেকে টেকনিক্যাল পার্সন আসছে। আজ সোমবার সকাল ৯টার ফ্লাইট চালু করা যাবে। যাত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই চলে গেছেন। কেউ কেউ আবার বেসরকারি বিমানে গন্তব্যে গেছেন। বিমানের বরিশালের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ঢাকা থেকে এক্সপার্টরা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা এসে সমস্যা দেখে এর সমাধান করবেন। পাশাপাশি বিমানের ফ্লাইটের রি-সিডিউল করা হয়েছে আজ সোমবার সকাল ৯টায়। যেসব যাত্রী সেই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকিদের টিকিট ফেরত নেওয়া হবে। বাংলাদেশ বিমানের একাধিক যাত্রী অভিযোগ করেন, তারা দীর্ঘ সময়ে অপেক্ষা করেছেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আগেভাগে স্পস্ট কিছুই বলেনি। যেকারনে দুর্ভোগে পড়তে হয়েছে। তারা জানান, মান্দাতার আমলের বিমানের কারনে এমন ত্র“টি দেখা দিয়েছে। আগেভাগে ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সরকারি এ বিমান সার্ভিসের মান নিয়েও যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেন। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন স্টাফ জানান, উড্ডয়নের আগে দেখা যায় বাংলাদেশ বিমানটির বাম পাশের ইঞ্জিন চালু হচ্ছে না। দুপুর ২টার পর যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেছেন। এ ব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, যান্ত্রিক ত্র“টির কারনে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল হয়েছে বলে কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন। তবে যাত্রীদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম বিমানবন্দরে সচেস্ট ছিল।