নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় মাদক কারবারী দেলোয়ার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার বিমান বন্দর থানাধীন গাজী পুর এলাকার মৃত্যু শাহজাহানের ছেলে।
রায় ঘোষণার সময় দেলোয়ার আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আশিষ পাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে। পরে তার দেখানো মতে কলাগাছের গোড়া থেকে ৫ শ পিস ইয়াবা উদ্ধার শেষে মামলা দায়ের করেন। গতবছর ২৪ ফেব্রুয়ারী তদন্তকারী কর্মকর্তা মামলার চার্জশীট জমা দেন। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।