ভোলায় ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ি আটক

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৮, নভেম্বর ১৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ৬ কেজি ৭৪ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ইলিশা পুলিশ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি মনির (২৮) চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, আটককৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।