বাবুগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান
দেশ জনপদ ডেস্ক|২০:১৯, নভেম্বর ১৭ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ চলমান করোনা ভাইরাসের বিপর্যন্ত সাধারন মানুষের জনজীবন। এ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এফসিডিও এর অর্থায়নে অর্থ সহায়তা অনুষ্ঠানে উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান ,রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদ, সেইন্ট বাংলাদেশের ডাইরেক্টর কাজী জাহাঙ্গীর কবির, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ।