বরিশালে লঞ্চে হত্যাকাণ্ডের শিকার যুবকের পরিচয় মিলেছে

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৫, নভেম্বর ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি বিলাশবহুল সুন্দরবন (১১) লঞ্চের ছাদে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় মেলেছে তার নাম নাম শামীম হাওলাদার (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার। তিনি জানান, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে। সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টস এর শ্রমিক। ঢাকা থেকে বরিশালে কি কারণে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তদন্ত চলছে। বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন ১১ লঞ্চটি ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে। লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এসময় লস্কর কালাম ছাদে ধোঁয়া নির্গমের চিমোনীর আড়ালে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সুপারভাইজার সিরাজ ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল­াহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট থেকে ভুড়ি বেরিয়ে গেছে। কে বা কারা হত্যা করেছে তার ক্লু এখননো উদঘাটন হয়নি। এব্যাপারে কোতয়ালী মডেল থানার (ওসি) অপরেশন মোয়াজ্জেম হোসেন জানান, লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি। অপরদিকে বরিশাল সিআইডি ক্রাইমসিন ইনজচার্জ ইন্সেপ্রেক্টর আল-মামুন বলেন, ওকে কি ধরনের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তা ফরেনসিক চিকিৎসকরা ময়না তদন্তের মাধ্যমে বেড় করতে পারবে।