নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার সকাল ১১ টায় কোড়ালীয়া লঞ্চঘাটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলার শিকার সাংবাদিকের নাম শাহ নেওয়াজ। তিনি রাঙ্গাবালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক গণদাবী ও নয়াদিগন্ত পত্রিকার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক শাহ নেওয়াজ ঢাকা থেকে এমভি জাহিদ-৪ নামের একটি লঞ্চ যোগে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া আসেন। লঞ্চ থেকে নেমে পন্টুনে দাঁড়ানোর সাথে মাহমুদ হাসান ওরফে শয়ন প্যাদা সহ কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হন সাংবাদিক নেওয়াজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানা পুলিশ মামলা না নিলেও জিডি নিয়েছেন। এব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।