সুন্দরবন ১১ লঞ্চে যুবক খুন

দেশ জনপদ ডেস্ক | ০৮:৫৭, নভেম্বর ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদের পিছন থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত (২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাত টার দিকে লঞ্চের লস্কররা লঞ্চ পরিষ্কার করার সময় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি দৈনিক দেশ জনপদ কে নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি জানান, লঞ্চ সুপারভাইজার মো. সিরাজ ইসলাম সকাল সাড়ে ৭ টার দিকে ফোন দিয়ে বলে লঞ্চের ছাদের পিছনে এক যুবকের মরদেহ পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে এসে দেখি ২২ থেকে ২৫ বছরের অজ্ঞাত এক যুবকের পেটে দুইটি ও বুকের ওপরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এতে যুবকের পেটের নাড়িভুরি বের হয়ে গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি বরিশাল নৌবন্দরে ভোররাত সাড়ে ৪টার দিকে পৌঁছায়। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় যুবকটিকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা ও মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। ঘটনাস্থলে নৌ পুলিশ ও বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যরাও রয়েছেন।