বানারীপাড়ায় মুহূর্তের মধ্যেই ১৪টি দোকান বন্ধ

দেশ জনপদ ডেস্ক | ২৩:৩৪, নভেম্বর ১৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠী সড়কের মাছরং গ্রামের সরকারি খালের ওপরে নির্মিত প্রায় ৩০ বছরের ১৪ টি কাঁচাপাকা দোকান বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। তবে ভুক্তভোগী ওই দোকানীরা জানান কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই তাদের দোকান গুলো বন্ধ করে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মফিজুর রহমান। তারা আরও জানান, গত রবিবার ১৫ নভেম্বর প্রতিদিনের ন্যায় তারা তাদের দোকান খুলে বিকি-কিনি করতে ছিলেন। হঠাৎ বেলা ১১টার দিকে তিনি ওই স্থানে উপস্থিত হয়ে দোকানীদের মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এতে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা হয় অসহায় দোকানীদের। দোকানীরা আরও জানান, মালামাল সরানোর জন্য সময় চাওয়া হলেও তাদেরকে কোন সময় দেওয়া হয়নি। দোকান বন্ধ হয়ে যাওয়ায় ওই ১৪ জন দোকানী ও তাদের পরিবারের প্রায় ৮০ জন সদস্য’র চোখেমুখে বর্তমানে অমাবশ্যার ঘোর অন্ধকার নেমে এসেছে। জীবিকা হারিয়ে তারা পাগলের মতো হয়ে পড়েছে। পুনরায় ওই স্থানে অথবা তাদেরকে অনত্র ব্যবসা করার জন্য স্থান দেয়ার দাবীতে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেণ। মানববন্ধনে দোকানী সমীর বলেন, তাদেরকে কোন প্রকার আগাম বার্তা না দিয়েই (নোটিশ) উপজেলা প্রশাসন হঠাৎ এসে তাদের দোকান গুলো বন্ধ করে দেন। এসময় তিনি আরও বলেন, মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদেরকে অনেক মাস পর্যন্ত খাইয়ে রেখেছেন। আর তারা এদেশের সন্তান হয়ে সামান্য একটু সরকারি ভূমিতে বসে পরিবার-পরিজন নিয়ে ব্যবসা করে খেতে পারবেন না। রোহিঙ্গারা বাসস্থান পেলো, চিকিৎসা পেলো, খাবার পেলো আর তারা বাংলাদেশের নাগরিক হয়ে জীবিকা হারিয়ে পথে পথে ঘুরছেন। তবে তারা কি এদের চেয়েও অনেক নিকৃষ্ট। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, নদী কমিশনের নির্দেশে নদী খাল দখল মুক্ত করার জন্যই এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখা হবে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য জায়গা খোঁজা হচ্ছে।