বাউফলে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৯ নেতাকর্মী কারাগারে

দেশ জনপদ ডেস্ক | ২৩:২৭, নভেম্বর ১৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুন হওয়া একটি হত্যা মামলায় আসামি হয়ে বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৯ (নয়) নেতাকর্মী গতকাল সোমবার পটুয়াখালী জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জেলা দায়রা জজ আদালতের বিচারক ছিলেন রোকসনা পারভীন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন পিপি গোলাম ওহিদ চৌধুরী টেনু ও আসামি পক্ষের আইনজীবি ছিলেন মোজাহিদুল ইসলাম জাহিদ। এ ঘটনায় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোপ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের গত ২৪ মে থানা-সংলগ্ন ডাকবাংলোর সামনে বাউফল পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণরোধে করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত একটি তোরণ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় তাপস চন্দ্র দাস নামে এক যুবলীগ কর্মী আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় তাপসের বড় ভাই পঙ্কজ কুমার দাস বাদী হয়ে বাউফল থানায় ৩৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল, ইউপি চেয়ারম্যান এনএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদসহ ৩৫ জনকে আসামি করা হয়। দায়িত্ব পালন করতে গিয়ে আসামি হন প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমানও। বাউফল পৌরসভার প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল বলেন, ঘটনার সঙ্গে আদৌ জড়িত না থেকে আওয়ামীলীগের অভ্যান্তরীন কোন্দলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারন সম্পাদক মাহামুদ রাহাত জামসেদসহ ৯ নেতাকর্মী আসামি কারাগারে গেলেন। এমন অপরাজনীতি বন্ধ করা প্রয়োজন। তা না হলে ভালো মানুষেরা রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাউফল উপজেলা আওয়ামীলীগের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় সংসদ সদস্য আঃ সঃ ম ফিরোজ এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল। নিহত তাপস সাংসদ আঃ সঃ ম ফিরোজ সমর্থিত কর্মী ছিলেন। নিহত তাপসের বাড়ী উপজেলার কালাইয়া ইউনিয়নে।