বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুন নাহার | ২৩:২১, নভেম্বর ১৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের রুপাতলী সিটি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন এই অভিযানে গ্রেফতার যুবকের নাম সাজেদুল ইসলাম সাজু (২৮)। গ্রেফতার সাজেদুল ইসলাম সাজু খুলনার বায়জিদ থানাধীন সাংটেনারি বটতলা এলাকার ফয়েজ আহমেদের ছেলে। ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি থানাধীন রুপাতলী টোল প্লাজায় অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।