বেতাগীতে নন্দিনী হাইজিন কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণ

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৫, নভেম্বর ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নন্দিনী হাইজিন কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। সহকারী কমিশনার ভূমি ফারহানা ইয়াসমিন এর সঞ্চালনায় অধিবেশন পরিচালনা করেন নন্দিনী হাইজিন কর্মসূচির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহফুজুর রহমান এবং ইউনিসেফ এর প্রতিনিধি জুলফিকার মতিন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, সাপ্তাহিক বিষখালীর সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, যুগ্ম আহবায়ক মহসিন খান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আরিফুর রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত নন্দিনী গার্ল, নোবেল বয়, সহকারী শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। এই কর্মসূচির অধীনে উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে মোট ৫০ জনকে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, মাসিককালীন ব্যাবস্থাপনা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, বাল্য বিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, ভালো বন্ধু নির্বাচন এবং নৈতিক শিক্ষার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।