বরিশালে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৭:২১, নভেম্বর ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ভাসমান কৃষি বিষয়ক গবেষণা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক ‘বিজ্ঞানী ও কৃষক প্রশিক্ষণ’ এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘ভাসমান বেডে সবজী ও মসলা চাষ সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের’ উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল ও পিরোজপুরের ৬০ জন কৃষি বিজ্ঞানী এবং ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষন ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম এবং বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সরকারের এসডিজি বাস্তবায়নে অনাবাদী জমি চাষের আওতায় আনা এবং নিরাপদ ও বিষমুক্তি সবজী উৎপাদনের লক্ষ্যে বিজ্ঞানী ও কৃষকদের নানা কলাকৌশল শেখানো হয়। পরে মাঠ দিবসের অনুষ্ঠানে বিজ্ঞানী ও কৃষকদের হাতে-কলমে ভাসমান পদ্ধতিতে সবজী ও মসলা চাষ এবং পদ্ধতি বিষমুক্ত নিরাপদ মসলা ও সবজী উৎপাদনের বাস্তব ধারণা দেয়া হয়।