দেশব্যাপী অবরোধের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

কামরুন নাহার | ২০:০০, জানুয়ারি ১৮ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ \ সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। রানা দাশগুপ্ত বলেন, ৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এদিন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে এমনটা হতে পারে না। তাই আমরা প্রতিরোধ করব। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নির্বাচন কমিশনের নিতে হবে। এ ছাড়া নির্বাচনের তারিখ নিয়ে দায়িত্বহীন বক্তব্য দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীরের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।