নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার কাশিপুরে মাদক সেবনে বাধা দেয়ায় মোঃ রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বখাটে সন্ত্রাসীরা। গুরুত্বর আহত ওই যুবক বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাসেল কাশিপুর চৌমাথা এলাকার মোঃ নাসিরের ছেলে। ভুক্তভোগী পরিবার জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই এলাকার মোঃ আলমগীরের ছেলে ইমন ও তার বাহিনীর সদস্যরা তাদের বসতঘরের পাশে বাগানে বসে মাদক সেবন করছিল। এসময় রাসেল ইমনকে তার সহযোগীদের নিয়ে ওই জায়গা থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে ইমন বাহিনী মোঃ রাসেলকে দেখে নেয়ার হুমকি দিয়ে ওই জায়গা থেকে চলে যায়। পরে নুর ইসলামের নেতৃত্বে ইমনসহ ১০/১২ জনের একটি বাহিনী রাসেলকে বেধড়ক মারধর করে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তার ডাক চিৎকার শুনে স্থানীরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও ইমন ও তার বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত রাসেলের স্বজনরা।