বরিশালে শ্যামা পূজা উপলক্ষে মাতৃবন্দনা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ২২:২২, নভেম্বর ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ষষ্ঠ বারের মত শ্যামা পূজা উপলক্ষে বরিশালে মাতৃবন্দনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাউনিয়ার মনোরমা বসু মাসিমা সড়কের সোমবাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাতৃবন্দনা অনুষ্ঠানে ১৫ জন মাকে তার সন্তানেরা পা ধুইয়ে দিয়ে পূজা অর্চনা করেন। অনুষ্ঠানের আয়োজক লিংকন দত্ত জানান, ষষ্ঠবারের মত এবারেও মাতৃবন্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্যামা পূজা উপলক্ষে। এখানে নিজের মাকে পূজা করার একটি অনুষ্ঠানকেই মাতৃবন্দনা হিসেবে আমরা অভিহিত করেছি। এবারে ১৫ জন মাকে পূজা করেছেন স্ব-স্ব সন্তানেরা। অনুষ্ঠানে অংশ নিয়ে গোবিন্দ সাহা জানান, নিজের মাকে পূজা করার বিষয়টি অন্যরকম। তবে সুযোগটি হারাতে চাইনি। তাই অংশগ্রহণ করি মাতৃবন্দনা অনুষ্ঠানে। প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে মায়ের চরণ ধুয়ে পূজা করি।