বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান কল্যাণ ফন্টের আহবায়ক কমিটি গঠন

কামরুন নাহার | ২৩:২১, নভেম্বর ১২ ২০২০ মিনিট

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান কল্যাণ ছাত্র-যুব ফন্টের ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ নভেম্বর হিন্দু বৌদ্ধ খিষ্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়দেব রায় জয় ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ ভদ্রের স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটির আহবায়ক হয়েছেন দীপংকর মৃধা ও সদস্য সচিব হয়েছেন আগৈলঝাড়া উপজেলার উজ্জল কুমার রাহা। এই কমিটিতে বরিশাল জেলার দশ উপজেলার ১৫ জনকে যুগ্ন-আহবায়ক ও ২২ জনকে সদস্যসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।