বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলা দিয়ে ঘরে আগুন

দেশ জনপদ ডেস্ক | ২৩:০৯, নভেম্বর ১২ ২০২০ মিনিট

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘর আগুন দিয়ে উচ্ছেদে করার অভিযোগে পাওয়া গেছে। গতকাল দিবাগত মধ্যরাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদশা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপাশা ইউনিয়নের খতিয়ানের ১৬৫ দাগের ৩২ শতাংশ জমি নিয়ে বেল্লাল সরদার সাথে একই এলাকার হাই সরদার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিষ্পত্তিতে কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের পরে সালিশগণের সিদ্ধান্ত মোতাবেক জমিতে বেল্লাল সরদারকে একটি ঘর উত্তোলন করতে বলেন। কিন্তু সালিশ মোতাবেক ঘর উত্তোলন করতে গেলো হাই সরদার ও তার ছেলো বাঁধা প্রদান করে। এই জমি নিয়ে আর আগে বেল্লাল সরদারকে অনেক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। বেল্লাল সরদার বলেন, গত রোববার রাত সাড়ে ১২টার পর আমি ও আমার স্ত্রী আগের মত খাওয়া দাওয়া করে পুরান ঘরে ঘুমাইয়া ছিলাম আমার স্ত্রী ঘুম থেকে সজাগ হলে পুরান ঘরে বাশের ছাপড়া আগুন জ্বলতে দেখিয়া ডাক চিৎকার দিয়ে বাহিরে বের হইলে লাইটের বাতিতে রিয়াজ সরদার, ইমাম সরদারসহ আরো ১০ থেকে ১২ জন দৌঁড়াইয়া দেখেন। পরে বাড়ির লোকজন আগুন নিভায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।