পৈত্তিক সম্পত্তি আত্মসাৎ করতে মায়ের বিরুদ্ধে মামলা

দেশ জনপদ ডেস্ক | ২৩:০৫, নভেম্বর ১২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাবার সম্পত্তি একাই আত্মসাৎ করতে মরিয়া নুরুল ইসলাম। ভুক্তভোগী পরিবার সূত্র জানা যায়, বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি গ্রামের মৃত এন্তাজ খানের বড় ছেলে নুরুল ইসলাম খান। তিনি পারিবারিক ব্যবসা একা ভোগদখল করতে দীর্ঘদিন যাবত ভাই বোনদের হুমকি ধামকি দিয়ে আসছেন। এমনকি খান পরিবহন নামক বাস দুটি দখল দিতে নিজের মাকে বেধড়ক মারধর করেন ঐ পাষন্ড ছেলে নুরুল ইসলাম। মাকে মারধর করেও ক্ষ্যান্ত হয়নি নুরুল ইসলাম, মিথ্যা মামলাও দায়ের কররেছেন মা ও ভাই বোনের বিরুদ্ধে। এন্তাজ খানের আরেক ছেলে মিজান বলেন, আমাদের বাবার পেনসনের টাকায় চর কাউয়া রুটে একটি বাস ক্রয় করা হয়েছিলো। এবং আমি বিদেশে থাকাকালিন সময় আরেকটি বাস ক্রয় করার জন্য টাকা পাঠাই বড় ভাই নুরুল ইসলামের কাছে। বাবার মৃত্যুর পর ওই বাস দুটি দখল নিতে আমাদের মাকে মারধর করে এবং সে বিভিন্নভাবে মামলা মকর্দমা করে আমাদের পরিবারকে নিঃস্ব করার উপক্রম করছে। প্রশাসনের কাছে আমি ও আমার মায়ের দাবি যাতে এই প্রতারক নুরুল ইসলামের হাত থেকে বাঁচতে পারি।