মনপুরায় মাক্স না পরায় দুই ব্যবসায়ীর জরিমানা, ড্রেজারের পাইপ ধ্বংস
দেশ জনপদ ডেস্ক|১৬:১৪, নভেম্বর ১১ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার মনপুরায় সচেতনতামূলক অভিযানে মাক্স না পরায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া। এছাড়াও অবৈধভাবে ড্রেজারের বালু উত্তেলন করার সংযোগ পাইপ ধ্বংস করা হয়। বুধবার সকালে উপজেলার হাজিরহাট বাজারে সচেতনতামূলক অভিযানে মা ফার্মেসী ব্যবসায়ী আল-আমিন ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী আকতারকে দুইশত টাকা করে জরিমানা ও দক্ষিণ সাকুচিয়া সূর্যমুখী মেঘনার পাড়ে ইয়াছিন সর্দারের ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। এই ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া জানান, মাক্স না পরায় দুই ব্যবসায়ীকে জরিমানা সহ ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। করোনা রোধে সরকারের নির্দেশে প্রতিনিয়তে অভিযান পরিচালনা করা হবে।