নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়ার সোনাতলায় আব্দুর রহিম ওরফে ভোদল (২৮) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগা শখেরবাজার গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যে ডোবায় আব্দুর রহিমের মৃতদেহ পাওয়া গেছে সেখান থেকে তার শ্বশুর বাড়ি মাত্র একশ গজ দূরে। ডোবার মালিক তার এক চাচা শ্বশুর। আব্দুর রহিম উপজেলার শিহিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। পুলিশ জানায়, রিকশাচালক আব্দুর রহিম শুক্রবার বিকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে নওদাবগা শখের বাজার গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহিমের পরিবার থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে ঘরজামাই থাকতে বলতো, কিন্তু আবদুর রহিম রাজি হয়নি। এ জন্য তাদের ধারণা, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করতে পারে। বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।