বোরহানউদ্দিনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে সীমান্তবর্তী তেতুলিয়া নদীর কাচারির খাল লঞ্চ ঘাট এলাকা থেকে অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, শুক্রবার রাতে লাশের সংবাদ পাই। পরে ট্রলার সংগ্রহ করে লাশটি উদ্ধারে যাই। অনেক খোঁজাখুঁজি করে গভীর রাতে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। তার বয়স ৩০ বছর হবে। লাশটি নদী থেকে ভেসে চরে আসে। লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির কোন পরিচয় মেলেনি।