আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ব্যবসায়িকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মো. গোলাম. ছরোয়ার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে অভিযান চালিয়ে বাকাল ১নং ব্রীজ এলাকা থেকে যবসেন গ্রামের মৃত করম আলী হাওলাদারের ছেলে রশিদ হাওলাদারকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ওই রাতেই এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রশিদকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।