আগৈলঝাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামে এ ঘটনা ঘটে। মমতাজ ওই গ্রামের আব্দুর রব খানের স্ত্রী। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে গভীর নলকূপে (ডিপ টিউবওয়েল) গোসল করে পুকুরে কাপড় ধুতে যান মমতাজ। এ সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।