বরিশালে বাড়ির পাশে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৬:০৮, অক্টোবর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের একটি বাগানে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবরাজ তালুকদার (২০) নামের যুবকের লাশটি বুধবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের সাথে ঝুলতে দেখে। পরে থানা পুলিশের একটি টিম গিয়ে লাশটি নামিয়ে আনে। নিহত যুবরাজ তালুকদার ওই গ্রামের মৃত নিতাই তালুকদারের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি  নিশ্চিত করেন। তিনি যুবকের মায়ের বরাত দিয়ে জানান, মায়ের সাথে একই বাসায় ঘুমাচ্ছিলেন যুবরাজ। গভীর রাতে মা উঠে দেখতে পান সে বাড়ির সামনে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি নামিয়ে আনে। এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’