দৌলতখানে অগ্নিকাণ্ডে পুড়ল ইউপি কার্যালয়সহ তিন ব্যবসাপ্রতিষ্ঠান

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪১, অক্টোবর ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। ভোলার দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডে একটি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়সহ তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোরে দৌলতখান পৌরসভার কলেজ রোডে জগলু মিয়ার মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তা নিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়সহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর ইউপির অস্থায়ী কার্যালয়ের ভিতর থেকে আগুন  দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, আগুনে ইউনিয়ন পরিষদের অনেক মূল্যবান কাগজপত্রসহ অফিসের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, ওই অফিসে রাজনৈতিক ও সামাজিক অনেক কার্যক্রম চলে। একটি চক্র তাঁর এমন ভালো কাজে ইর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাতের আধারে ওই কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । তিনি এ অগ্নিকান্ডের ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১১১৬/২০২০। পৌর মেয়র জাকির হোসেন তালুকদার ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।’