গণমাধ্যমে অনুপ্রবেশকারীদের নিয়ে বরিশালে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক।। গণমাধ্যমে অনুপ্রবেশকারীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বরিশালের পেশাদার সাংবাদিকরা বলেছেন, সাংবাদিকতার পথ পিষে পিষে একজন প্রকৃত সংবাদ কর্মীকে এগিয়ে যেতে হয়। কিন্তু বর্তমান সময়ে যখন অনুপ্রবেশকারীরা গণমাধ্যমের বড় বড় পদ দখল করে সমাজে সাংবাদিক হিসেবে জাহির করে, তখন বড় লজ্জা হয়। বক্তরা বলেন, সংবাদপত্র মানুষের কাছ থেকে দূরে সরে গেলে কেন তা পড়বে। এ কঠিন সময় কাটিয়ে উঠতে প্রজন্মকে সত্য লিখতে দিতে হবে। গতকাল শনিবার বরিশালে আঞ্চলিক সংবাদপত্র ও সাংবাদিকতার কার্যকর মানোন্নয়নে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের পেশাদার সাংবাদিকরা এসব কথা বলেন। নগরীর বিডিএস মিলনায়তনে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ নেতারা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।
সংগঠনের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষপাটে সাংবাদিকতার অর্থবহ মনোন্নয়ন কঠিন। নতুন প্রজন্মকে এ কঠিন পথ জয় করে সাংবাদিকতা পেশাকে রক্ষা করতে হবে। সাংবাদিকরা আক্ষেপ করে বলেন, বরিশালে ৫০০ সাংবাদিক থাকতে পারেন। মানুষ তাদের কেমনভাবে চেনেন-জানেন, তা ভাবতে কষ্ট হয়। এ অবস্থা থেকে ওঠে আসতে বরিশালের সাংবাদিকদের অপেশাদার, অনুপ্রবেশকারীদের ছায়াতল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন আঞ্চলিক দৈনিক বিপ্লবি বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রবীণ সাংবাদিক এসএম ইকবাল, মো. ইসমাইল হোসেন নেগাবান, আনিচুর রহমান, কাজী মকবুল হোসেন, সৈয়দ দুলাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার প্রমুখ।