গৌরনদীতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে সমাবেশ
গৌরনদী প্রতিনিধি ॥ বাল্য বিয়ের কুফল, মাদক, ইভটিজিং ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে জেলার গৌরনদী উপজেলা সদরের গার্লস হাই স্কুল এন্ড কলেজে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, অধ্যক্ষ একেএম আজাদ প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।